বিল্লাল হোসাইন, জামালপুর:
আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের কাপ-পিরিচ প্রতীকে নির্বাচনী প্রচারণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডরস্থ সিংহজানী স্কুল সংলগ্ন স্থানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদ হৃদয়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুরুজ, শহর আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম, ত্রাণ বিষয়ক সম্পাদক খুশবু আলম পরান, সদস্য জিলহজ্ব ইসলাম নাদু, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবু, পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরু আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ জামান হৃদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. অর্সি রহমান আদিত্ব্য, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম- আহবায়ক আরিফুল ইসলাম মন্না প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৮ মে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের কাপ পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এবং একদিন ভোট দিন ৫ বছর সেবা নেওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।