ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::
সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, ‘কারো জীবনে সুযোগ আসে না, নিজেকে সুযোগ তৈরি করে নিতে হয়। প্রতিটি মানুষ লেখাপড়া শিখে নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করার স্বক্ষমতা রাখেন। তাই আমি আশা করি আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশের জন্য কিছু করবে।’ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই মতলব আমার জন্মভূমি। মতলবের প্রতি আমার আলাদা একটা টান আছে। চাকরিতে যখন ছিলাম তখন অনেক বাধ্যবাধকতার কারণে হয়তো অনেকের সাথে যোগাযোগ রাখতে পারিনি। তাই বলে কাউকে আমি মনে রাখি নাই তা নয়। যতদিন বেঁচে থাকব ততদিন মতলববাসির জন্য আমার অকৃতিম ভালবাসা থাকবে।’ আজিজ আহমেদ বলেন, ‘মতলবের উন্নয়নে আমি আগেও যতটা পেরেছি সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি বিভিন্নভাবে। তাছাড়া বর্তমান সরকারও উন্নয়নের অনেক সচেষ্ট। আগামীদিনে আমরা সকলে মিলে উন্নয়নে জন্য কাজ করব।’ তিনি বলেন, ‘যারা আজকের এই ইন্দুরিযা উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলণী অনুষ্ঠানে দাওয়াত করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানে এসে খুবই আনন্দ লাগল। তিনি বক্তব্যে শৈশব স্মৃতিচারণ করেন।’ অনুষ্ঠান উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিজ আহমেদের সহধর্মিণী দিলশাদ নাহার কাকলী। সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সগির আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি কলেজ প্রভাষক ও পুনর্মিলনী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান, সমন্বয়ক মোহাম্মদ হাসান বাবু, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মজিবুর রহমান ও প্রাক্তন ছাত্র সিরাজ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দুপুরের ভোজে অংশগ্রহণ করেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।