প্রতিবছর সমাজের ত্যাগী মানুষদের মূল্যায়ন করে দুর্বার সন্মাননা পদক

সহ সম্পাদক (বার্তা)

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

নিজ নিজ অবস্থান থেকে সমাজের উন্নয়ন ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সামাজিক ও সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “দুর্বার পাঠশালা” এ বছর দুর্বার সন্মাননা- ২৪ পদক পাচ্ছেন তাদের নাম ঘোষণা করেছে। আজ রবিবার ২৫ মে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে সংগঠনটি।

ওই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক- প্রকৌশলী ফয়েজ আহাম্মেদ (মাহিন) জানান, গেল বছরের সমাজে উন্নয়নমূলক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সমাজের কিছু ত্যাগী ও মানবিক মানুষকে দুর্বার পাঠশালা পরিবার সন্মাননা পদক প্রদানের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, চারটি ক্যাটাগরিতে আট মতলব (উঃ) উপজেলার বিশিষ্টজন কে দেওয়া হচ্ছে দুর্বার সন্মাননা পদক।

এরা হলেন, মমিনুল ইসলাম (সাংবাদিক) দৈনিক কালবেলা,মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি, সুমন আহমেদ (সাংবাদিক) এশিয়ান টেলিভিশন, মতলব (চাঁদপুর) প্রতিনিধি, আল-আমীন পারভেজ, অধ্যাপক (ইংরেজী) নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ, বিল্লাল হোসেন, (প্রধান শিক্ষক) টরকী সরকারি প্রাঃ বিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান, (সহকারী শিক্ষক) ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়, ডা. মকবুল হোসেন (মুকুল), রেজিষ্ট্রার (সার্জারী বিভাগ) আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল, নাজমুল হাসান রোকন (প্রতিষ্ঠাতা) নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, মোঃ মহন মিয়া (পল্লী চিকিৎসক) মদিনা ফার্মেসি।
আসছে ঈদুল আজহার তৃতীয় দিন আলোচনা সভা ও সন্মাননা পদক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে।

Share This Article