প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী পালন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের অংশ হিসেবে সামাজিক ও মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলুভী সাহেবের বাড়ির সামনে অবস্থিত প্রতিবাদী কন্ঠের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নরোত্তমপুর ইউনিয়নের প্রধান সড়ক গুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। অত্র সংগঠনের সদস্যরা ও সামাজিক ব্যাক্তিদের নিয়ে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দরা।

সবার উদ্দ্যেশ্য বলেন, বাড়ির আঙিনায় খালি জায়গায় গাছ লাগানোর উদ্যোগ গ্রহণের আমন্ত্রণ জানান। তারা আরো বলেন, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কেবল আনুষ্ঠানিকতা নয়, বৃক্ষরোপণকে আন্তরিকভাবেই গ্রহণ করতে হবে। বৃক্ষরোপণে আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, আজীবন সদস্য
রাজু খন্দকার, খেলাধুলা বিষয়ক সম্পাদক আবদুল হাকিম রায়হান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল তানভির, প্রিন্ট ও ইলেকট্রনিক বিষয়ক সম্পাদক আজিজ আহমেদ, সদস্য মনির হোসেন, মোহাম্মদ রতন, মোহাম্মদ রাজু সহ আরো অনেকে।

Share This Article