প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী ও ঢাকাস্থ অফিস উদ্ভোধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ প্রতিবাদী কন্ঠ গুলো বাধবে জোট, অন্যায় হবে প্রতিরোধ। এই প্রতিবাদ্য কে সামনে রেখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলুভী সাহেবের বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন ও সেবা মুলক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠ।

তাই সামাজিক কাজকে আরো বেগবান ও প্রসারিত করার লক্ষ্যে ঢাকার চকবাজারের চুড়িহাট্রায় ঢাকাস্থ অফিস উদ্ভোধন ও সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অরাজনৈতিক ও সামাজিক সংগঠন টি ২০২১ সালের ১৭ই ডিসেম্বর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় সংগঠন টি। এরোই মধ্যে নানা রকম সেবা মুলক ও সামাজিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রতিবাদী কন্ঠ।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতির হাজী মো. আজিম মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল। বিশেষ অতিথি ছিলেন চক বাজার মডেল থানার ডিএমপি অফিসার ইনচার্জ মো. আবদুল কাইউম, প্লাস্টিক রিসাইকিলিং মোন্ডলিং মালিক সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীর মো. আদেল।

আলোচনায় সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক সংগঠন গুলোর বিকল্প নেই। খাদ্য কর্মসূচি, বস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা, ধর্মীয় শিক্ষা, বাসস্থান সহ অন্যান্য সামাজিক ও সেবামুলক কাজ গুলো প্রতিবাদী কন্ঠ সংগঠন টি করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আজীবন সদস্যদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম জাহিদ, আবদুল কাদের জিলানি, খেলনা ব্যবসায়ী মো. পিন্টু আহমেদ, সিরাজুল ইসলাম তাজুল, চুডিহাট্রা একতা সংঘ সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীন, মো. ইসমাঈল, মো. আবদুল্লাহ, মো. রিপন, প্রতিবাদী কন্ঠের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক আব্দুল্লাহ আল তানভির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক আজিজ আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন সুজন, মাহবুবুর রহমান সবুজ, ত্রান দুর্যোগ সম্পাদক মো. মোশাররফ, তসলিম উদ্দিন, মো. সোহান, মো. কামাল হোসেন, সোনাইমুড়ি মানব কল্যাণ ফাউন্ডেশন, প্রতিদান ফাউন্ডেশন, হিউম্যান হেল্পফুল অর্গানাইজেশন সহ বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

Share This Article