প্রতিবাদী কন্ঠের প্রধান উপদেষ্টা মাওলানা সায়েদুল্লাহ সাহেবের ইন্তেকাল

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মরহুম কলিম উল্লাহ মৌলভী সাহেবের বাড়ির মাওলানা সায়েদুল্লাহ সাহেব (হুজুর স্যার) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে উনার বয়স ছিলো ৮৫ বছর।

শনিবার রাত সাড়ে ৮ ঘটিকায় হঠাৎ মৃত্যু বরন করেন। মৃত্যু কালে ৩ ছেলে ও ২ মেয়ে ও অসংখ্য পরিবার আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

রবিবার সকাল সাড়ে ৮ ঘটিকায় নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কর্মজীবনে মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এইছাড়া মরহুম কলিম উল্লাহ মৌলভী সাহেব জামে মসজিদের সাবেক খতিব ও সভাপতি, ইমদাদুল উলুম নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার এবং প্রতিবাদী কন্ঠের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু তালেব, ধর্মীয় সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন সুজন, সহকারী সম্পাদক মোহাম্মদ সবুজ, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল হাকিম রায়হান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক সাংবাদিক আজিজ আহমেদ, শাওন, সোহান, রোহেল, ও আজীবন সদস্য রোহান, মাওলানা মাছউদুর রহমান, মাওলানা হামিদুল্লাহ সাহেব, ডাক্তার হারুন সহ তার জানাযায় স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে প্রতিবাদী কন্ঠ সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share This Article