আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের দাস বাড়ির শফি উদ্দিনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ হোসেন। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। আর্থিক সাবলম্বী না হওয়ায় অসহায় দিন যাপন করছেন তিনি।
মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, মাঝে মাঝে আমার কোমরে ব্যাথা করতো। আমার এ সমস্যা প্রায় তিন বছর যাবত চলছে। কিন্তু আগে এমন কঠিন হয় নি তাই বুঝতে পারিনি। গত ছয় মাস আগ থেকে ব্যাথা বেড়ে গেছে। আগেও স্থানীয় ভাবে নানা চিকিৎসা করিয়েছি কিন্তু কোন প্রতিকার পাই নি। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে আসলে তারা আমাকে এমআরআই পরীক্ষা করতে বলে। পরীক্ষা করলে আমার মেরুদন্ডে সমস্যা ধরা পড়ে। মেরুদন্ডের ভিতরে কোটার মতো যে অংশটি আছে সেখানে রাবার দুইটি নষ্ট হয়ে গেছে। এছাড়াও মাথার তালু থেকে পায়ের তালু পযন্ত একটি রগ থাকে সেটিও ব্যাকা হয়ে গেছে ব্যাথার কারনে।
ডাক্তার বলেছে, সমস্যা সমাধানের জন্য অপারেশন করতে দেড় লক্ষ টাকা খরচ হবে। সেটি আমার পক্ষে সম্ভব নয়। তাই মিরপুর সি আর পি হাসপাতালে এসে থেরাপি দিতে হচ্ছে। প্রায় এক মাস যাবত প্রতি দিন দুই হাজার পাচশত টাকা খরচ হয়। তাই চিকিৎসার খরচ চালানোর জন্য খুব হিমশিম খাচ্ছি।
তাছাড়াও ইলিয়াছ হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও নরোত্তমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাই মানবিকতার স্বরূপ প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিঞা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম ফারুক মিরপুর সিআরপি হাসপাতালে গিয়ে অসুস্থ ইলিয়াস হোসেনের পাশে গিয়ে চিকিৎসার জন্য তার হাতে নগদ অর্থ তুলে দেন।
প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই ছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূর করা, মাদক বিরোধী কাজ, যেকোন অন্যায় প্রতিরোধ করার আহবান ও জানানো হয় সংগঠন থেকে।
তাই তিনি সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এর কাছে হাতজোড় করে সহযোগিতা চেয়েছেন। তা না হলে তার এই সমস্যার চিকিৎসা খরচ চালাতে না পারলে আরো কঠিন দিন যাপন ও অপারেশন না হলে সমস্যা বেড়ে যাবে বলে জানান। কোন সহ্রদয় ব্যাক্তি তার চিকিৎসার জন্য এগিয়ে আসলে নিম্নের নাম্বারে যোগাযোগ সহ বিকাশে সহযোগিতা করতে পারেন।
মো: ইলিয়াস হোসেন,
যোগাযোগ ও বিকাশ: +8801854369570।