আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব- ১৭) বালক দলের মধ্যে খেলায়
শনিবার বিকালে নোয়াখালী শহীদ ভুল স্টেডিয়ামে নিধারির্ত সময় নোয়াখালী পৌরসভা দল ৪-০ গোলে বেগমগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা নিবার্হী ম্যাজিষ্টেট আসিফ আল জিন্নাত, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, নোয়াখালী জেলা ক্রীড়া এসোসিয়েশনের সম্পাদক বাসব কান্তি সরকার, ক্রীড়া সংস্থা সদস্য সচিব সালেহ উদ্দিন সবুজ, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ওহিদ উল্যা পলাশ, ফখরউদ্দিন মাহমুদ । এছাড়া জেলা বিচারকে দায়িত্ব পালন করেন শাহজাহান নাসিম, ইকবাল হোসেন, সজল দাদা, বেলায়েত হোসেন রয়েলেসহ অনেকেই। খেলা পরিচালনা করেন মনা মিয়া সহ চার সদস্য রেফারী দল। এর আগে বালিকা দল খেলা সদর উপজেলা দল চাটখিল উপজেলা দল ৩-০ পরাজিত করেন। দ্বিতীয় সেমিফাইনাল খেলা সদর উপজেলা ও কবিরহাট উপজেলাদলের খেলা আগামী কাল বিকালে অনুষ্ঠিত হবে।