প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন জামালপুরে ভূমিহীন ও গৃহহীন ২২৩ পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় এসব পরিবারকে একটি আধাপাকা ঘরের সঙ্গে দুই শতাংশ করে জমিও হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর উপজেলায় ১২৩ টি পরিবারের মধ্যে জামালপুর পৌরসভায় ৬৭, সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে ৬, শ্রীপুর ইউনিয়নে ৪৪, তুলসিরচর ইউনিয়নে ৫ ও নরুন্দি ইউনিয়নে ২টি পরিবার জমিসহ এসব ঘর পেয়েছেন।
এছাড়া একই সঙ্গে সরিষাবাড়ি উপজেলায় ৫০ ও ইসলামপুর উপজেলায় ৪৯টি পরিবারকেও জমিসহ এসব ঘর হস্তান্তর করা হয়।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর উদ্বোধন করেন। পরে জেলার সুবিধাভোগীদের মধ্যে জমি ও ঘরের ফোল্ডার হস্তান্তর করেন অতিথিরা।
এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ।।
উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় সারাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জামালপুরে ২২৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।