
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার কালচারাল একাডেমি হল রুমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে কেক কেটে জন্মদিন উদযাপন পালন করেন।
এরপর সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন এর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে বেগমগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির হাতে প্রতি ইউনিয়নের জন্য ৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক আবদুল মালেক, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাছুম সহ ১৬ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি , সাধারণ সম্পাদক, বিভিন্ন নেতাকর্মী সহ আরো অনেকে।