প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সাক্ষাতকালে সেনাপ্রধান আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। পাশাপাশি সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ড. ইউনূসকে অবহিত করেন। এছাড়া, গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং নিহতের পরিবার ও আহতদের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতার বিষয়েও জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Share This Article