প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশে ফিরেছেন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম–এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ড. ইউনূস গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে রোমে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

দুই দিনের এই সফরের মূল আকর্ষণ ছিল সোমবার আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস। তিনি বৈশ্বিক দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মোকাবিলায় ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোম সিটির মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময়, সামাজিক ব্যবসার প্রসার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক উপস্থিতি শক্তিশালী করেছে এবং বৈশ্বিক মঞ্চে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This Article