
শিক্ষা বার্তা ::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদ পূরণে বিভাগভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সচিব ফরিদ আহাম্মদ বলেন, সারাদেশে শিক্ষক নিয়োগে প্রায় দুই বছর চলে। কিন্তু প্রতিবছর অনেক শিক্ষক অবসরে চলে যান। ফলে কিছু জায়গায় শূন্যতা থাকে দীর্ঘ সময়। এ জন্য আমরা বিভাগভিত্তিক, ক্লাস্টারভিত্তিক নিয়োগ দেব, এ সিদ্ধান্ত হয়েছে। দেখা গেল কিছুদিন পর পর হয়তো ঢাকা বিভাগ বা বরিশাল বিভাগে নিয়োগ দিতে পারব।