প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৫
আগামী ডিসেম্বর মাসে শুরু হতে যাচ্ছে যুব কূটনীতির এক নতুন অধ্যায়। ভাইওবানিক মডেল ইউনাইটেড নেশনস ক্লাব (Viobanic MUN Club) এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পাবলিক স্পিকিং ফোরাম (PU-PSF)-এর যৌথ আয়োজনে রাজধানীর গুলশান-২-এ অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে Model United Nations Conference 2025 (VMUN 2025)।
২০২৫ সালের ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জাতিসংঘের মতো কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়ে আলোচনা, বিতর্ক ও সিদ্ধান্তগ্রহণের অনুশীলন করবেন।
এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং তরুণদের সমালোচনামূলক চিন্তা, নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির একটি গতিশীল প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় থেকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু বিশ্লেষণ করবেন এবং কূটনৈতিক সমাধান খুঁজবেন।
আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়,
“Model United Nations কোনো ইভেন্ট নয়, এটি একটি আন্দোলন। এটি তরুণদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শেখায়, দরকষাকষি ও বিশ্লেষণী দক্ষতা গড়ে তোলে, যা ভবিষ্যতের নেতৃত্বের জন্য অপরিহার্য।”
এই বছরের আয়োজন VMUN 2025 বাংলাদেশের MUN সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। একাডেমিক সেশন ও কমিটি সিমুলেশনের পাশাপাশি থাকছে জমকালো ‘গ্র্যান্ড সোশ্যাল নাইট’, যা অনুষ্ঠিত হবে একটি ৫-তারকা ভেন্যুতে। আলোর ঝলক, সঙ্গীত ও সংস্কৃতির মিলনে সাজানো এই সন্ধ্যায় অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড শিল্পীরাও।
আয়োজকরা আশাবাদী যে, VMUN 2025 বাংলাদেশের MUN আয়োজনগুলোর মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। একইসঙ্গে এটি তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের যাত্রা শুরু করার পথে।