চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসি এবং তাঁর স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর আদালত ভবন-সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বলেন, মিথ্যা মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে আদালতে হাজিরা দিতে হয়েছে। তাহলে ফজলে করিম কেন ভিআইপি সুবিধা পাবেন? তাঁকে কেন কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে? ফজলে করিমের নামে ২৪টি মামলার ৯টিই হত্যা মামলা বলে এ সময় তারা উল্লেখ করেন। সমাবেশে ‘অনলাইনে কীসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এক পর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানারে জুতা নিক্ষেপ করেন তারা।
সমাবেশে ছাত্র-জনতা বলেন, গত ২১ জুলাই ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন- চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তাঁর গুন্ডাবাহিনী ছাত্রদের ওপর গুলি চালানোর হুমকি দেয়। এসবের বিচার না করে উল্টো তাঁকে সুবিধা দেওয়া হয়েছে। সমাবেশে আইনজীবীদের নিয়ে যোগ দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘রাউজানের প্রাণের দাবি, ফজলে করিমকে ফাঁসি দিতে হবে। তিনি রাউজানকে আয়নাঘরে পরিণত করেছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে আটক হন ফজলে করিম। ১৯ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রামে আনা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা হয়েছে।