"সোনার মানুষ, সোনার দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্থ-সামাজিক সংগঠন গোল্ডেন স্টুডেন্টস এর উদ্যোগে গতকাল ২৩শে সেপ্টেম্বর ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার। ফরিদপুরের বিভিন্ন শিক্ষাঙ্গনের কয়েকশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল এ সেমিনারে। সেমিনারকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল গোল্ডেন স্টুডেন্টস ডিবেটিং চ্যাম্পিয়নশীপ-২০২২ ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব এবিএম শাহজাহান মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সফল সদস্য জনাব মোঃ পিরু মোল্লা (৪০তম বিসিএস অডিট), ডা.সামিহা আশরাফি (৪০তম বিসিএস কাস্টমস) ও আরিফা গুলশান ( ৪০তম বিসিএস সাধারণ শিক্ষা)।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অন্যান্য সফল সদস্যবৃন্দ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন স্টুডেন্টস ক্যারিয়ার শাখার সভাপতি জনাব উজ্জল হোসেন। গোল্ডেন স্টুডেন্টস অনার্স শাখার সভাপতি জনাব এস এম নুর ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সকল অতিথিবৃন্দ। উল্লেখ্য, আর্থ-সামাজিক সংগঠন গোল্ডেন স্টুডেন্টস শিক্ষার্থীদের কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।