ফাহমিদা নবীর বৃষ্টি দিনের গান

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফাহমিদা নবী
ফাহমিদা নবী

বৃষ্টির সঙ্গে গানের অদ্ভুত এক সম্পর্ক রয়েছে। তাই তো যুগে যুগে বহু গানে এসেছে বৃষ্টিবন্দনা। ফাহমিদা নবীর কণ্ঠেও এমন গান পাওয়া গেছে অতীতে। ফের বৃষ্টি দিনের গান নিয়ে আসছেন এ কণ্ঠশিল্পী।

‘মেঘলা আকাশ’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন আব্দুল ও সোহানা। সুর-সংগীতের পাশাপাশি ফাহমিদার সঙ্গে গেয়েছেনও আব্দুল। ফাহমিদা জানান, কথাগুলো ভীষণ ভালো লাগায় গানটি করেছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সিলেটে যাবেন, সেখানেই হবে গানটির চিত্রায়ণ। অতঃপর আসবে অন্তর্জালে।



Share This Article