ফিরে আসুন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ধ্বংস টয় নগরীর সৌন্দর্যের আজও বিজ্ঞাপন হয়!
সন্ধ্যা গুটিয়ে এসে গভীর হয় রাত;সাদা মেঘে ঢাকে চাঁদ!
পাখি, প্রজাপতি অপেক্ষায় ,মুয়াজ্জিনের মধুর সুরে জাগবে ভোরে!
জোনাকি সূর্যের প্রস্থানে অপেক্ষাকৃত সন্ধ্যার!
অথচ, আপনি আমায় উপেক্ষা দিচ্ছেন;প্রকৃতি তার নিয়মে ঠিকই আছে!

আরশে আজিমের অধিপতি কে প্রশ্ন করেছি!
আমি কেন আপনাকে পেলাম না?
উনি আরজ করলেন;তুমি তাহাজ্জুদে অশ্রুপ্রাত করোনি!
বরং তার প্রেমে অন্ধ হয়ে অশ্রু ঝরিয়েছো অবেলায়!
আমি নিশ্চুপ হয়ে;মনে মনে একটা বাক্য পাঠ করলাম!
স্রষ্টা তার নিয়মে দৃঢ়;
অথচ আপনি তার সৃষ্টি হয়ে শপথ ভাঙতে ব্যস্ত!

ঘাসের ডগায় শিশির,রোদ্র তাপে বাষ্প হয়ে;
নিজ গৃহে যাত্রাপথ ধরেছে!
আজকাল কেউ “কেমন আছি” জানতে চাইলে!
শরীলে একশো চার ডিগ্রি জ্বর নিয়ে;মনে পাথর চাপা দিয়ে!
নিকোটিনে পুড়া ঠোঁট’কে একশো আঁশি ডিগ্রি বাঁকিয়ে, মিথ্যা হাসি মুখে এঁটে দিয়ে বলি “ভালো আছি”!

আমার বদলে যাওয়ার পিছনে যে আপনি’ই একমাত্র কারণ!
সেটা পৃথিবী জানতে বেহুশ;অথচ আমি লুকাতে ব্যস্ত!
আপনি চাইলেই চলে যাওয়ার নিয়ম,মিছিল,মুখোশ খুলে নীড়ে আসতে পারেন!
আমি সেই অপেক্ষায় রইলাম;ভালোবাসি তো অপেক্ষা আমার নিত্য কর্ম!

ফের আসুন,পাশে বসুন,হোক প্রণয়ের মিছিল!
বাঁম পাশের জমি’টা আপনার নামে উইল করা!
এখানে আপনার’ই রাজত্ব কায়েম হোক!
পৃথিবী’কে চমকে দিয়ে ” ফিরে আসুন”
ইতিহাস রচনা হোক;চাইলেই ফিরে আসা যায়”!

Share This Article