ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়তে নির্দেশ ইসরাইলের

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজা সিটিতে বসবাসরত ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়ে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার ফিলিস্তিনি উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্যে এই নির্দেশনা হাজার হাজার লিফলেট বিলি করেছে দখলদার বাহিনী।

সেনাবাহিনীর বিলিকৃত লিফলেটে বলা হয়েছে, গাজা সিটি থেকে দেইর আল-বালা এবং আল-জাওয়াইয়ায় আশ্রয় কেন্দ্রে ‘দ্রুত ও বিনা তল্লাশিতে’ দুটি নিরাপদ সড়ক দিয়ে যাওয়া যাবে।

‘গাজা সিটির সবাইকে’ উদ্দেশ্য করে বিলি করা লিফলেটগুলোতে শহর থেকে নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তা নির্দেশ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে শহরটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থাকবে বলে। কারণ সেনাবাহিনী হামাস লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

ইসরাইল গত ২৭ জুন শহরের একটি অংশে প্রথম আনুষ্ঠানিক উচ্ছেদের নির্দেশ জারি করেছিল। পরে আরও দুটি নির্দেশ জারি করা হয়।

৭ অক্টোবর হামাস হামলার পর জানুয়ারিতে ইসরাইল বলেছিল, গাজার উত্তরের হামাসের ‘সামরিক কাঠামো’ ধ্বংস করেছে।

নতুন হামলায় শহরের পূর্বাঞ্চল শুজাইয়া জেলায় আক্রমণ চালানোর পর থেকে হাজার হাজার বাসিন্দা ইতোমধ্যে গাজা সিটি ছাড়ছেন। লড়াই অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ট্যাংক নিয়ে প্রবেশ করেছে ইসরাইলি সেনারা।

Share This Article