ফেনীতে রেমালের প্রভাবে ঝড়ো বৃষ্টি, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। একই সাথে তীব্র ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে জেলার ৪ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়।

জানা গেছে, রেমালের প্রভাতে গতকাল রোববার রাত থেকেই উপজেলাগুলোতে বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। বিশেষ করে উপকূলীয় উপজেলা সোনাগাজীতে মধ্যরাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জেলা শহরে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে অধিকাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
সোনাগাজী উপজেলার বাসিন্দা আবুল বাশার জানান, ঝুণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাত থেকে। সাথে ঝড়ো বাতাস বইছে। অধিকাংশ জায়গায় বিদ্যুতের তারে গাছ পড়ায় বিদ্যুৎ নেই।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, রাত থেকেই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্থ হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত থকে বাতাস হচ্ছে। এতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক নেই। গাছপালা তারের ওপর পড়েছে সেটি সরিয়ে নিতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।
ফেনী আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ঝুর্ণিঝড়কে কেন্দ্র করে জেলায় ৭৬টি মেডিক্যাল টিম গঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মহিলা ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা ছিল। স্থানীয় প্রশাসনের উদ্যোগে রোববার রাত থেকে আশ্রিতদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা, ২ মেট্রিক টন চাল, ১ লাখ টাকার শিশুখাদ্য ও ১ লাখ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর বরাদ্দ দেয়া হয়েছে।’

Share This Article