ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

‘ফেনীর জয় বিশ্বময়’ এ স্লোগানে সামাজিক সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির (এফডিসি) ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, এফডিসির সহ-সভাপতি হীরা লাল, কবি মনজুর তাজিম, সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, উদযাপন কমিটির আহবায়ক মহি উদ্দিন সেলিম ও সদস্য সচিব কাউসার চৌধুরী মুন্না।

এ সময় এফডিস ‘র সদস্য নাসির উদ্দিন সাইমুম, ইমন-উল হক, রাশেদ মাজহার, মহসিন মোরশেদ পলাশ, অজিত বরণ দাস, কামরুজ্জামান বাবলু, জিএম আজিম মহিম, আনোয়ার হোসেন ভূঁইয়া, রাজিব সারোয়ার, সমর দেবনাথ, মোতাহার তারু, কাজী মহি উদ্দিন, দিদার মজুমদার, হাবিব উল্লাহ কাদের লেলিন, মোজাম্মেল হক বাঁধন, মো. ফারুক, তৌহিদুল ইসলাম তুহিন, শাহজামান দুলাল, কামরুল হাসান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কাউসার চৌধুরী মুন্না বলেন, সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ফেনীর উন্নয়নে নানা দাবী ও কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে আসছে।

এছাড়া ফেনী শহীদ জহির রায়হান হল পূণ:নির্মাণ, গুদাম কোয়াটারে রেলওয়ে ওভারপাস নির্মাণ, লালপুলে আন্ডার পাস নির্মাণ ও ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের দাবি করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article