ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হাসান পিপিএম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও গাছের চারা বিতরণ করা হয়।