ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করব। যা হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ।

আজ সোমবার ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনুস বলেন, গত বছর বাংলাদেশের জনগণ সবার জন্য গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে তাদের ক্ষমতা পুনরুদ্ধারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। আমাদের যুব সম্প্রদায়  সাহস এবং আশায় পরিপূর্ণ তরুণরাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তাদের দাবি ছিল সহজ জনগণকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। ন্যায্যতা, অন্তর্ভুক্তি এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে একটি সমাজ তৈরি করা।

প্রধান উপদেষ্টা বলেন, গত বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের শক্তি পুনরুদ্ধার করেছে- গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের জন্য। এই আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম- সাহস ও আশায় ভরা তরুণ-তরুণীরা। তাদের দাবিটা ছিল সহজ, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও। আর ন্যায়, অন্তর্ভুক্তি ও বিশ্বাসের ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলো।

লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক দেখিয়েছে দরিদ্র নারীরাও হতে পারেন সফল উদ্যোক্তা। গ্রামীণ ডানোন শিশুদের পুষ্টিহীনতার বিরুদ্ধে লড়ছে। বিশ্বের নানা দেশে গড়ে ওঠা অন্যান্য সামাজিক ব্যবসাও মানুষ ও সমাজকে ক্ষমতায়িত করছে। এগুলো তত্ত্ব নয়- বাস্তব উদাহরণ।

Share This Article