নিউজ ডেস্ক: গত ২৫ অক্টোবর ২০২৪ইং শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে থানায় দালালির শিরোনামে প্রকাশিত/পরিবেশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচরীভূত হয়েছে,প্রকাশিত ফেসবুক HM Momin আইডি থেকে বেলায়েত হোসেনের নামে থানায় দালালি ও সালিশ বানিজ্যের নামে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে হয়রানি করছে বলে যে পোস্ট দেওয়া হয়েছে তাহা মিথ্যা ও সঠিক নহে। আমার বিরুদ্ধে সম্পুর্ন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কল্প কাহিনী তুলে ধরে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও আমার পরিচালনাদিন চাটখিল বাজারে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও মমতা শপিং কমপ্লেক্সের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, যদি কেউ আমার বিরুদ্ধে এমন কোন প্রমান দিতে পারে-তাহলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নিবো ও প্রমান দেওয়া অর্থের ২০ গুন জরিমানা দিতে বাধ্য থাকিব। পাশাপাশি আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার মিথ্যাচারের বিচার দাবি করছি।
মো.হাজ্বি বেলায়েত হোসেন-
পৌর যুবদল নেতা ও পরিচালক মমতা শপিং কমপ্লেক্স। চাটখিল,নোয়াখালী
আপনার মতামত লিখুন :