ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবচেয়ে কষ্টের কারণে। অনেক ব্যবসায়ী ফ্যাসিবাদের দোসর ছিল। তাঁরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিষয়ে জনসংযোগকালে এসব কথা বলেন নাছির উদ্দীন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে। তবে এসবের সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার। আমরা এ সরকারের কাছে প্রত্যাশা করি, সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গঠন করে, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন।’
সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত দেওয়ার আহ্বান জানিয়ে নাছির উদ্দীন বলেন, ‘প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন, তা–ও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন।’
জনসংযোগের পর শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় যান ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সোহেল রানা, সহসামাজিক যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহসহ দলের অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :