
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১লা ফেব্রুয়ারি শুরু হয়েছে বাঙালি লেখক, পাঠক ও প্রকাশকের পূণর্মিলনের এক মহাআয়োজন অমর একুশে বইমেলা। এবারের মেলায় প্রকাশ হয়েছে তরুণ লেখক মোহাম্মদ অংকন’র দুটি বই। প্রিয় বাংলা প্রকাশন থেকে এসেছে ‘কঙ্কাল রহস্য’ নামের থ্রিলার উপন্যাস যেটি কিনা প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার জিতেছে এ বছর। এবং কালপ্রকাশ থেকে এসেছে ‘মেঘে ঢাকা চাঁদ’ নামের ছোটগল্পের বই। ইতোমধ্যে বই দুটি মেলায় সাড়া ফেলেছে।
‘কঙ্কাল রহস্য’ অংকনের তৃতীয় উপন্যাস। এটির প্রচ্ছদ করেছেন এস.এম. জসিম ভূঁইয়া। ৮০ পৃষ্ঠার বইটির মলাটমূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইমেলার ৫৯৭-৫৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে। এবং ‘মেঘে ঢাকা চাঁদ’ চতুর্থ ছোটগল্পের বই। এটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। ৯৬ পৃষ্ঠার বইটির মলাটমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। বইমেলার ৫৯১ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপেও পাওয়া যাচ্ছে। নতুন দুটি বইসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়াল সতেরো।
মোহাম্মদ অংকন বর্তমান লেখকদের মধ্যে পরিচিত মুখ। শৈশব-কৈশোরে লেখালেখির হাতেখড়ি। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের পত্রপত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতে। সাহিত্যের সব শাখাতেই আছে সমান দক্ষতা। দক্ষতা, আত্মপ্রত্যয়ী মনোভাব ও প্রতিশ্রুতিশীলতা ক্রমশ এই লেখককে আগামীর পথ দেখাচ্ছে। বছরব্যাপী নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকমহলে চমক সৃষ্টি করে চলেছেন।
মোহাম্মদ অংকন নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক সম্পন্ন করে একই বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করছেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কম্পিউটার বিভাগে কর্মরত আছেন।