বইমেলায় মোহাম্মদ অংকন’র নতুন ৬টি বই

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় এসেছে তরুণ লেখক মোহাম্মদ অংকন’র নতুন ৬টি বই। বিভিন্ন প্রকাশনী হতে প্রকাশিত বইগুলো সোহরাওয়ার্দী উদ্যোনে ৮০২ নং স্টলে পাওয়া যাচ্ছে।

লেখাচিত্র প্রকাশনী থেকে এসেছে নতুন দুটি বই। ‘আমার তোমাকেই লাগবে’ শিরোনামে কাব্যগ্রন্থ, মূল্য ১৫০ টাকা এবং ‘শেষ বিকেলের রোদ’ শিরোনামে গল্পগ্রন্থ, মূল্য ২৫০ টাকা। বই দুটির প্রচ্ছদ করেছেন শফিক মামুন। কালপ্রকাশ থেকে এসেছে রোমান্টিক উপন্যাস ‘তুমি বলেই ডেকো’। বইটির মূল্য ৩০০ টাকা। এটি তার চতুর্থ উপন্যাস।

শিশু-কিশোর পাঠকদের কথা বিবেচনা করে এসেছে নতুন তিনটি গ্রন্থ। স্বপ্নপাখি প্রকাশন হতে প্রকাশিত তিনটি বই যথাক্রমে— ‘কিডন্যাপারের খপ্পরে গুল্টু’, ‘গুল্টুর চোরধরা অভিযান’ ও ‘সবুজের বুকে রক্তিম সূর্য’। বইটি তিনটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। গুল্টু সিরিজের বই দুটি কিশোর উপন্যাস। প্রতিটির দাম ২৫০ টাকা। ‘সবুজের বুকে রক্তিম সূর্য’ মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্প, মূল্য ২০০ টাকা। বাচ্চাদের উপযোগী বইগুলো চমৎকার অলংকরণ সমৃদ্ধ।

অর্ধডজন নতুন বই প্রকাশের বিষয়ে কথা হয় তরুণ লেখক মোহাম্মদ অংকন’র সাথে। তিনি জানান, ‘আমার একাধিক পাণ্ডুলিপি থাকলেও এ বছর নতুন ছয়টি বই এসেছে। নতুন বইগুলো প্রকাশ হওয়ায় বেশ উচ্ছ্বসিত আমি। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কিশোর উপন্যাস, শিশু-কিশোর গল্প— অর্থাৎ সববয়সী পাঠকের জন্যই বই এসেছে এবার। প্রত্যাশা করছি, নতুন বইগুলো পাঠকদের মুগ্ধ করবে।’

Share This Article