বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ চিত্র ডেস্ক







বকশীগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলোচিত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২১ আগষ্ট দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে দাশের হাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে। মিছিলটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন খান, সহ সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া,আনেয়ার হোসেন, সবুৃজ মিয়া, নাজিম, আলামিন খান, জুব্বাত আলী, লিয়াকত আলী, হাফেজ শহিদুরসহ আরো অনেকেই। এসময় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার শাস্তির দাবি তোলেন, সেই সাথে বাবুকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবী জানান। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।


Share This Article