বক্স অফিসে কত আয় করল ‘পরম সুন্দরী’

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিনোদন ডেস্কবলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ দ্বিতীয় দিনে বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। প্রথম দিনে ছবিটির আয় করেছিল ৭ কোটি ৩৭ লাখ ‍রুপি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে হয়েছে ১০ কোটি ৭ লাখ।  ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে খুব বেশি টাকা ঘরে তুলতে না পারলেও দ্বিতীয় দিনে তার প্রায় ৩৬.৬৪% বৃদ্ধি পেয়েছে।

ছবিটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করে বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে, রোববার যদি এই ছবিটি দ্বিগুণ অঙ্কে আয় করে, তাহলে তা ২৭ কোটির একটু বেশি বা কম হতে পারে। তুষার জালোটা পরিচালিত এই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। এই ছবিটিকে বাজেটে পুষিয়ে নিতে প্রথম সপ্তাহেই ভালো পারফর্ম করতে হবে। তবে তরণ আদর্শের পোস্ট অনুসারে, ছবিটির এই অঙ্কে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না যদি এই গতি বজায় রাখে। তরণ আদর্শ তার পোস্টে লিখেছেন, ‘শনিবার #ParamSundari আয় বৃদ্ধি পেয়েছে।’

শেষে উল্লেখ করেন, ‘শুক্রবারের তুলনায় ৩৬.৬৪% বেশি। রোববার দুই অঙ্কের ব্যবধানে তাদের প্রথম সপ্তাহান্তের মোট আয় প্রায় ২৭ কোটি টাকার কিছু কম বেশি হতে পারে, যা বেশ ভালো। তবে এই ছবি, ‘একটা কিনলে একটা টিকিট ফ্রি বা টিকিটের দামে ছাড় আছে’-এর মতো কোনও অফার দিয়ে আয় বৃদ্ধি করেনি।’



Share This Article