বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক জিয়া-মোশতাক চক্রের ষড়যন্ত্রে নির্মম হত্যা কান্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে জামালপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখা এ অনুষ্ঠানে আয়োজন করেন।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, এডভোকেট আমান উল্লাহ আকাশ, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা,
জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. মামুনুর রশিদ সরকার স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি প্রমুখ।

আলোচনা শেষে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share This Article