আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চতুর্থ বারের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব- ১৭) বালক ও বালিকা দলের মধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলছে। আজ মঙ্গলবারের খেলা শহীদ ভুল স্টেডিয়ামে খেলায় বালক দলের নোয়াখালী পৌরসভা উপজেলা দল বনাম সুবর্নচর উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। নিধারির্ত খেলায় পৌরসভা দল ৪-০ গোলে সুবর্নচর উপজেলা দলকে পরাজিত করে। এছাড়া সূর্বনচর বালিকা দল খেলায় না আসায় পৌরসভা বালিকা দল কে বিজয়ী ষোঘনা করা হয়েছে।
এ প্রতিযোগিতায় নোয়াখালীর নয়টি উপজেলা ও একটি পৌরসভার থেকে বালক ও বালিকা দলের মোট ২০টি দল অংশগ্রহন করেছে এবং সমাপনী ও পুরস্কার বিতরন করা হবে আগামী ১০ অক্টোবর। খেলা পরিচালনায় দায়িত্ব পালন নোয়াখালী ষ্টোডিয়ামের পরিচালনা কমিটি ও বাংলাদেশ ফুট বল ফেডারেশন সহ সম্পাদক বাসব কান্তি সরকার, শাহজাহান মাসুম, ইকবাল হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রেফারী হিসেবে দায়িত্ব পাল নকরেন মনা মিয়া নেতৃ চার সদস্য প্রতিনিধিদল।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নিবার্হী প্রকৌশলী সুজীত বডুয়া, কাউন্সিলর ও দলীয় ম্যানেজান অহিদ উল্যা পলাশ, সুনাম কাউন্সিলর, পৌরসভা সচিব শ্যামল কুমার দত্তসহ কাউন্সিলর ও পৌরসভা কর্মকর্তা কর্মচারী অনেকেই উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। আগামী ৭ই অক্টোম্বর পরবর্তী কেলা অনুষ্ঠিত হবে পৌরসভার।#