বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে  এর সমাপনী ও পুরুস্কার বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক


আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: 
নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বালিকাদের খেলায় ২-০ গোলে নোয়াখালী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নোয়াখালী সদর উপজেলা।  বিকেলে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার ফাইনাল খেলায়

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লা খান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন, নোয়াখালী জেলা  ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্যাহ হুমায়ূন, যুগ্ম  সম্পাদক বাসব কান্তি সরকার, শাহজাহান নাসিম প্রমুখ।

Share This Article