বড়াইগ্রাম উপজেলা নির্বাচনে আইন অমান্য করে জরিমানা গুনলেন ইউপি সদস্য

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনুমোদনবিহীন মোটর সাইকেল নিয়ে রাস্তায় নেমে জরিমানা গুনলেন ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা। তিনি বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা বুধবার উপজেলার শ্রীরামপুরে এ জরিমানা করেন। জানা যায়, ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বুধবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদনবিহীন মোটর সাইকেল নিয়ে বের হন।

এ সময় তার মোটর সাইকেলের সামনে একজন চেয়ারম্যান প্রার্থীর প্রতিক সম্বলিত স্টিকার লাগানো ছিল। পথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা দেখতে পেয়ে তাকে জরিমানা করেন এবং তার গাড়ির চাবি জব্দ করেন ।

Share This Article