বড় ব্যবধানে জয়ের পথে ট্রাম্প

বাংলাদেশ চিত্র ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত তিনি পেয়েছেন ২৬৬ ইলেক্টোরাল ভোট। এ ছাড়া দোদুল্যমান অঙ্গরাজ্যে ০-৩ ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। খবর সিএনএনের।

এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেক্টোরাল ভোট এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি। এ ছাড়া দোদুল্যমান বাকি অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী।

তবে আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েক দিন সময় লাগাতে পারে। দেশটির প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা।

তিন পদ্ধতির মাধ্যমে নেয়া হয় ভোট। হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট, ব্যালট মার্কিং ডিভাইস বা বিএমডি ও ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক বা ডিআরইয়রে মাধ্যম ভোট নেয়া হয়। এর মধ্যে বহুল প্রচলিত কাগজের ব্যালট ব্যবহৃত প্রায় ৭০ শতাংশ। ২৫ শতাংশেরও বেশি ভোটার ব্যবহার করেন কম্পিউটার নিয়ন্ত্রিত ভোটদান পদ্ধতি- বিএমডি।

দেশটিতে ভোট গণনার পদ্ধতিতেও রয়েছে কিছুটা ভিন্নতা। ভোটের দিন যে ভোট পড়ে তা প্রথমে গণনা করা হয়। এরপর আগাম ও ডাকযোগে আসা ভোট গণনা করা হয়। সবশেষে গণনায় করা হয় অভিবাসী ও সামরিক ভোট। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ডাকযোগে দেশের ভেতরে ও বাইরে থেকে গৃহীত ভোট গণনার প্রক্রিয়ায় বেশি সময় লাগে।

Share This Article