বরিশালে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে বিএমপি সহ সকল পুলিশ ইউনিটের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ চিত্র ডেস্ক

জামাল কাড়াল, বরিশাল ব্যুরো প্রধান ::

কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান 
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”
বরিশাল মেট্রো পলিটন বিএমপি  আজ পুলিশ মেমোরিয়াল ডে- উপলক্ষে ০১ মার্চ সকাল ১০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী বীর পুলিশ সদস্যদের প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। 
বরিশাল রেঞ্জ, বরিশাল জেলা সহ বরিশালের সকল পুলিশ ইউনিট পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন। 
এ সময় বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান  সহ সকল ইউনিট প্রধান ও বিএমপির শীর্ষ কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

Share This Article