বরিশালে সাত হাজার পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান ::

বরিশালে সাত হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে। এ সময় তার কাজ থেকে সাত হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত কল্পনা বেগম বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব শিকদারের স্ত্রী।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন খবরে রবিবার রাতে বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিপ্তর পরিচালক এনায়েত হোসেন বলেন বরিশালে কোন মাদক ব্যবসায়ীরা আমার কাজ থেকে রেহাই পাবে না  আমি যতদিন আছি এ অভিযান অব্যাহত থাকবে।

Share This Article