বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী ঐতিহ্যবাহী আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::

নরসিংদীতে আইডিয়াল হাই স্কুলে ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ টায় আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুশফিকুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিমুল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক হলধর দাস সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। তরুণ প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে। এ সময় খেলাধুলার পাশাপাশি তরুণদের সাহিত্য সংস্কৃতি চর্চায় উৎসাহী করতে শিক্ষক, অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৭টি ইভেন্টে প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share This Article