

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। এই উপলক্ষ্যর বুধবার (১৪ ফেব্রুয়ারী) প্রতিমা স্থাপন, পূজা অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে দেবী সরস্বতীর প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে পৌরহিত্য করেন গৌরাঙ্গ সংঘের আচার্য রতন লাল মৈত্র। অনুষ্ঠানে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাস্টমসের উপ-পরিচালক সুশান্ত পাল। আরও উপস্থিত ছিলেন ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও সহকারী প্রক্টর ইয়ামিন মাসুম।
অনুষ্ঠানে প্রতিমা স্থাপনের পরে দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও ধর্মালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ধর্মালোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং ইবির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। ধর্মালোচনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নাজমুল সুজন বিশ্বাস // দৈনিক বাংলাদেশ চিত্র