বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টেক ইউটিউব চ্যানেল TECH BONGO এর ফাউন্ডার এবং কন্টেন্ট ক্রিয়েটর আদনান হাসান ৷ তরুন প্রযুক্তি প্রেমিদের মাঝে ব্যাপক জনপ্রিয় ৷ বিশেষ করে যারা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা রয়েছে যারা মোবাইলের মাধ্যমে সব নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহী তারা এই চ্যানেলটিকে সবসময় অনুসরণ করে ৷ টেক বঙ্গ নামের এই ইউটিউব চ্যানেলটিতে মূলত টেকনোলজি বিষয়ক ভিডিও প্রচার করা হয় ৷ যেমন মোবাইল টপ ফাইভ এপস ইপিসোড, মোবাইল ভিডিও এডিটিং টিটোরিয়াল, সফ্টওয়্যার রিভিও, এবং বাংলা ভাষায় ওয়েব রিলেটেড ভিডিও গুলো পাওয়া যায় এই চ্যানেলটিতে,
চ্যানেলটির ফাউন্টার আদনান হাসান জানিয়েছেন, টেকবঙ্গ গত ২বছর ধরে আন্তর্জাতিক বিভিন্ন সফ্টওয়্যার এবং মোবাইল এপ কোম্পানিগুলো সাথে স্পন্সরশিপে যুক্তিতে কাজ করে আসছে, যেমন বিখ্যাত Wondershare, Tenorshare, Hitpaw Duolingo, Minitool, Freefly881, Turbologo, Faceplay, সহ আরো অনেক ৷ এছাড়া, বাংলাদেশেও সম্প্রতি অনেক নতুন মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে আমাদের দেশে এবং এই নতুন মোবাইল অ্যাপ ডেভলপারদের আমরা এবং আমাদের চ্যানেল সব সময় তাদের সহায়তা করে আসছি এবং অনেকগুলো মোবাইল অ্যাপ এর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে অর্থাৎ ব্র্যান্ড Sponsored ভিডিও ৷ এছাড়া বাংলাদেশের বিখ্যাত টেলি মোবাইল সেবা প্রতিষ্ঠান বাংলালিংক এবং রবির সাথে আমাদের অনেকগুলো কাজ হয়েছে ৷
চ্যানেলটির ফাউন্ডার আদনান হাসান আরো জানিয়েছেন: ভবিষ্যৎ পরিকল্পনা এই চ্যানেলটির ভবিষ্যতে আমরা এমন কিছু মোবাইল অ্যাপ তৈরি করব যেই মোবাইল অ্যাপ গুলো আমাদের অডিয়েন্স ব্যবহার করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারে পাশাপাশি মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে অর্থ আয় করা যায় সেইগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলে এছাড়াও আমাদের চ্যানেলে নিত্য প্রয়োজনীয় প্রযুক্তি বিষয়ক সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা সর্বোচ্চ চেষ্টা থাকবে এছাড়াও আমরা আগামীতে গেজেট রিভিউ শুরু করবো ৷ প্রতিনিয়ত আমরা দর্শকদের কাছ থেকে এত ভালো ফিডব্যাক পাচ্ছি তাই আমরাও চেষ্টা করছি দর্শকদের চাহিদা অনুযায়ী ভিডিও প্রচার করার জন্য এবং দর্শকদেরকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে।
বিডিচিত্র/অংকন