 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রানীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষক মোঃ খোরশেদ আলম ও মোঃ এয়াছিন মিয়া-কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মোহাম্মদ মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারিছ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকসহ অনেকে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। দীর্ঘ কর্মজীবনে এই দুই শিক্ষক যে নিষ্ঠা, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন, তা সত্যিই অনুকরণীয়।
অনুষ্ঠানে বক্তারা দুই শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। পরে দুই শিক্ষককে ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বর সাজে ফুলের গাড়িতে করে শিক্ষার্থীদের পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে দুই শিক্ষককে আবেগঘন বিদায় জানানো হয়।
 
					 
							 
			 
		 
		 
		 
		