বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর সত্যি নয়

বাংলাদেশ চিত্র ডেস্ক

সম্প্রতি বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এমন একটি খবর ছড়িয়ে পড়ে। একটি ওয়েবসাইটে স্ক্রিনশটসহ ভিসা নিষেধাজ্ঞার খবরটি সামাজিক মাধ্যমে অনেকেই প্রচার করেছেন। তবে এই ওয়েবসাইটটি দেশটির কোনো সরকারি ওয়েবসাইট নয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিসা নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুললেও, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দুতাবাস বলছে ভিন্ন কথা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Share This Article