বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর গড়ে তুলতে তৎপর মেঘালয় সরকার

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে সংযোগ বাড়াতে একটি নতুন আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে তৎপর মেঘালয় সরকার। এই করিডোরটি হিলি (পশ্চিমবঙ্গ) থেকে মেহেন্দ্রগঞ্জ (মেঘালয়ের গারো পাহাড়) পর্যন্ত বিস্তৃত হবে, যা কলকাতা থেকে তুরা, বাঘমারা, দালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে দূরত্ব ও সময় ২৫ থেকে ৬০% কমিয়ে আনবে।

মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, এই করিডোর বাস্তবায়িত হলে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের দূরত্ব ৬শ’ থেকে ৭শ’ কিলোমিটার কমবে।

তবে, এই প্রকল্পের সাফল্য বাংলাদেশ সরকারের সহযোগিতার ওপর নির্ভরশীল। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছে এবং মেঘালয়া সরকার এই উদ্যোগকে এগিয়ে নিতে জোরালো ভূমিকা রাখছে।

এই করিডোর শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং উত্তর-পূর্ব ভারতের সাথে দেশের অন্যান্য অংশের সংযোগ আরও মজবুত করবে। তবে, কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়িত হবে, তা এখনও অনিশ্চিত।

Share This Article