যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাভোসে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন জানান।
আল গোর, যিনি বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু পরিবর্তন কর্মী হিসাবে পরিচিত, সুইস পার্বত্য শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেন।
তারা জুলাইয়ের বিদ্রোহ, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব কীভাবে প্রশমিত করা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং নির্বাচন ও ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠান ও এর গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সমর্থন জানান। তিনি কার্বন নিঃসরণ, দারিদ্র্য এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য অধ্যাপক ইউনূসের শুরু করা গ্লোবাল থ্রি জিরো আন্দোলনেরও প্রশংসা করেন।
ড. ইউনূস তার হাতে দ্য আর্ট অব ট্রায়াম্ফের একটি অনুলিপি তুলে দেন, যা জুলাইয়ের বিদ্রোহের সময় অঙ্কিত গ্রাফিতি এবং দেয়ালচিত্রের ওপর বিখ্যাত শিল্প বই। আল গোর এই ‘বিস্ময়কর’ বই এবং বাংলাদেশি তরুণদের বিপ্লবী মনোভাবের প্রশংসা করেন।