বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শোক জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘ ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।
