ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রোববার (২৩ জুন) বিকাল ৪টায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সঞ্চালনায় উপজেলা সদর চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আওয়ামী জনতা লাঠিয়াবারি খেলা ও বাদ্য-বাজনা সহ স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতেই ধর্মপাঠ ও উপজেলার প্রয়াত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীর স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম এমপি তিঁনি প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে আজ উন্নয়নের রোল মডেল,বিশ্ব আজ বাংলাদেশকে ফলো করছে, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু রাশ মোহন সাহা, গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মহিলা ও ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম তামান্না, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান হাসিম উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খালিদ খোকন,মুশুল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ, কৃষক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির চঞ্চল, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আফতাব উদ্দিন তুহিন, ছাত্রলীগের আহব্বায়ক মাহমুব হাসান জয় সহ প্রমুখ।
এসময় মন্ত্রীর পিএস উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ব্যক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা, মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুক সহ হাজার হাজার নেতাকর্মী ও জনতা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।