বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

৭ লাখ বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনের ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ জানান তিনি।

বৈঠক শেষে দুই মন্ত্রী বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির মধ্যে কূটনৈতিক স্টাডিজ ও প্রশিক্ষণের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করেন। এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর