
আজ পহেলা জুলাই, ২০২৫ বাংলাদেশ চিত্র’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
১ জুলাই ২০২০ সালে যাত্রা শুরু করেছিল অনলাইন গণমাধ্যম বাংলাদেশ চিত্র। একঝাঁক তরুণ, উদ্যমী ও সাহসী সম্পাদকীয় পর্ষদ এবং সাংবাদিকের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে আজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।
গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের বাহন নয়; এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম, উন্নয়নের পথিকৃত। তাই গণমাধ্যমের উচিত দায়িত্বশীল, সুস্থধারার সাংবাদিকতা চর্চা করা। ‘সত্যের সাথে সারাক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ চিত্র সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী আমাদের সম্পাদকীয় টিম প্রতিনিয়ত নবীন বিষয়বস্তুকে তুলে ধরছে পাঠকের সামনে। বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের বেশিরভাগ প্রতিনিধি সাহিত্যচর্চার সাথেও সম্পৃক্ত, যার ফলে সংবাদ পরিবেশনেও প্রতিফলিত হচ্ছে ভাষার সৌন্দর্য, গঠনগত শুদ্ধতা ও পাঠযোগ্যতা।
গত চার বছরে বাংলাদেশ চিত্র কেবল একটি গণমাধ্যম হিসেবেই নয়, একাধিক সাংবাদিকের হাতেখড়ির পাঠশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অনেক সহকর্মী এখন দেশের কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলে সুনামের সাথে জাতীয় পত্রিকায় কাজ করছেন। অনেকে জেলা ও উপজেলা প্রেসক্লাবেও নেতৃত্ব দিচ্ছেন।
আমরা মনে করি, “হলুদ সাংবাদিকতা নয়, সাংবাদিকতা হোক গণমানুষের পক্ষে” এই নীতিই হওয়া উচিত প্রতিটি গণমাধ্যমকর্মীর অঙ্গীকার। বাংলাদেশ চিত্র সেই চেতনায় অবিচল থেকে তার কাজ করে যাচ্ছে।
আমাদের এই পথচলায় আগামীতেও আপনাদের ভালোবাসা, সমর্থন ও পরামর্শ কামনা করছি।
শেখ মো. রকিবুল ইসলাম
প্রকাশক ও সম্পাদক
বাংলাদেশ চিত্র (Daily Bangladesh Chitro)
www.bdchitro.com