বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
সুশিক্ষিত জাতি গঠনে নৈতিক শিক্ষার গুরুত্বকে সামনে রেখে এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে উদ্বোধন করা হলো মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। গত ০১ নভেম্বর ২০২৫, চাঁদপুর জেলার ফরিদগঞ্জে মাসব্যাপী ‘ফরিদগঞ্জ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ সূচনা ক রা হয়। টুর্নামেন্টটি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব-এর যৌথ উদ্যোগ। টুর্নামেন্টের আয়োজক ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের বিশেষ প্রকল্প ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এই টুর্নামেন্টের মাধ্যমে নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করছে। তাদের স্লোগান হলো: “শিক্ষায় নৈতিকতা গুরুত্বপূর্ণ ডাইমেনশন, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন।” নৈতিকতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করে বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে নৈতিকতার ভিত্তি অপরিহার্য। ছাত্রকল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” টুর্নামেন্টটি উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম তালুকদার। তিনি বলেন, “ফুটবল যুবকদের মধ্যে শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও নেতৃত্ব গুণ তৈরি করে। এর সাথে নৈতিক শিক্ষার সমন্বয় একটি প্রগতিশীল সমাজ নির্মাণে সহায়ক হবে।”
মাসব্যাপী এই টুর্নামেন্টে ফরিদগঞ্জের বিভিন্ন প্রান্তের দলগুলো অংশগ্রহণ করবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট ফরিদগঞ্জে ক্রীড়া সংস্কৃতিতে নতুন উদ্দীপনা যোগ করবে।