বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বজনীন ঐক্য চায় -ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বজনীন ঐক্য চায়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে রংপুরের চেকপোস্ট ক্যাফে ৬৬-এ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুরের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি দেড়শো বছর লড়াইয়ের পরে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে হাজারো জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা পাইনি।
আমরা গত ৫ আগষ্ট পুনরায় আমরা এক হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয় স্বাধীনতা ঘোষণাও করেছি কিন্তু মনে যেন খটকা লাগে, আমরা কি আবারও স্বাধীনতা পাবোনা? কারণ পাঁচ ছয় মাসের ভিতরে আমাদের মাঝে একটা অনৈক্য দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে কতগুলো শ্লোগানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আজকে লক্ষ আমাদের ভিন্ন হয়ে গিয়েছে, যে যার দলে চলে গিয়েছি যার ক্ষমতা দরকার তারা ক্ষমতার কাছে গিয়েছে।

ডাঃ তাহের বলেন, যে ছাত্ররা নতুন করে জীবন দিয়ে উদ্বুদ্ধ করেছিলো, তারাও আজ তাদের সাথীদের ছেড়ে ক্ষমতার লড়াইয়ে নেমেছে। আমরা মনে হয় কেউ দেশের জন্য নই, মানুষের জন্য নই, নৈতিকতার জন্য নই, দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নই। আমরা শুধু আমাদের জন্য।

এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সেক্রেটারি ডাক্তার মারুফ হোসেনের সঞ্চালনায় ও এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সভাপতি ডাক্তার মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিএফ-এর সেক্রেটারি জেনারেল, অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন, এমডিএফ এর রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের ডাক্তার, মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article