
বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ নিয়ে শঙ্কা
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেই দুটি ম্যাচ হবে কি না, সন্দেহ রয়েছে। বাফুফে চাইছে আপাতত নেপালের বিপক্ষে না খেলে ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলা যায় কি না। এটা নিয়ে নেপালের সঙ্গে কথা বলছে বাফুফে।
দুই দেশের ফুটবল কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে দেশের ফুটবল অঙ্গনে গুঞ্জন। সাধারণ তবে বাফুফের সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন-এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ হবে-সেটাই নাকি বাফুফের জানা রয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।
নেপালের সাংবাদিক সূত্রের খবর নেপাল-বাংলাদেশ ম্যাচ নাও হতে পারে, তবে নেপাল আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। বাফুফে চাইছে সাফের বাইরের কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে। অন্য একটি সূত্রের খবর-বাফুফের সভাপতি তাবিথ আউয়াল নেপাল সফরে রয়েছেন।